আঠারো হতে একুশে
হাসান মাহমুদ
আজকে আমার জন্মদিন
বছর একুশ হলো,
আঠারো গেলো বছর তিনেক
কুড়ি ছিলো ভালো।
একুশ এসে বাড়ালো জ্বালা
তীব্র গতির পথ
সময় এখনো অনেক বাকি
অপরিচ্ছন্ন রথ।
স্বপ্ন বুনা কল্পনার গায়
নিদ্রা নাহি আসে
ইচ্ছে ডানায় অতিথি পাখি
হঠাৎ এসে বসে।
হরেক রকম ছলচাতুরী
হরেক রকম স্বাদ
মিটেনা মোর আয়ুর বন্দনায়
সূর্য উঠার প্রভাত।
বয়স আমার একুশ হলো
ত্রিশ অনেক বাকি
একুশ হতে ত্রিশ জীবন
কেমন ধরে রাখি।
নিজে স্বাদে গন্ধ ছড়ায়
আত্মী সকল গুণে
অস্বাদ যখন নিজের মুখে
মূল্যহীন বলে বুনে।
প্রতিষ্ঠিত আত্মীয় সকল
অনাত্মীয় হয়
নিজের স্বাদে অস্বাদ লাগে
লোক সকলে কয়।
আঠারোর পরে জীবন হয়
তীব্র মরুভূমি
বৈশাখের মত ঝড়ঝাপটা
জীবন হয় সুমি।।