আসবো ফিরে
হাসান মাহমুদ
আমি আসবো ফিরে শিগরই
মা তোমার বুকে ফিরে
তোমার যত আলাপন রেখো
মা আমার জন্য ঘিরে।
তোমার রতন জাদু সোনা
লক্ষ্মী সোনা পাখি
আসবে তোমার নয়ন জুড়ে
কিছু দিন মা বাকি।
মা আসবো ফিরে একটু সময়
অপেক্ষা রেখো মনে
পথের পানে আর থেকো না
আর ভেসো না বানে।
দিলেম কথা তোমার শনে
হাতে রেখে হাত
আসবো ফিরে তোমার কুটিরে
মিটলে জীবন স্বাদ।
আর চেও না দৃষ্টি মেলে
ঐনা বাঁকা পথে
আর কেঁদো না নয়ন ভিজে
নোনা ভিজা নদে।
আসবো ফিরে তোমার কোলে
বসবো পাশে গিয়ে
হাত বুলিয়ে ঘুম পাড়াবে
জাদু সোনা কইয়ে।