আরজ
হাসান মাহমুদ
হঠাৎ যদি ডাক আসে মোর
যেতে ঐ নিশ্চুপ গোর;
কেউ দিও না আড়ি তবে
নাহি দিতে যেতে ঐ ভবে।
তবে দিও না আমায় যেতে একা
সঙ্গে দিও আমল টুকুর রেখা;
দিও তোমরা দুয়ার খুলিয়া
তোমাদের দোয়ার হাতটি বুলিয়া।
তোমরা যত আত্মার আত্মীয় মোর
যত আছো ভাই বোন সহোদর ;
তসবিহ পাঠে জায়নামাজে
আমায় রেখো দোয়ার দরখাস্তের সাজে।
বলি শুনো;হে মোর স্নেহতুল্য
আমি করেছি যতো কর্ম অমূল্য ;
আমার হতে চেয়ে নিও তোমরা
পাপ পূন্যের যতো মোহরা।
আমারে রাখিও গেড়ে ঐ মিনারা
যেখানে ডাকে আজানের ধ্বনিরা;
মসজিদের পাশেই যেনো মোর হয়
শেষের জীবনের ঘরটা রয়।
মায়েরে রেখো মোর গোরের পাশেই
আমি যেনো শুয়েই মাকে দেখতে পাই;
ডানে মোর কলিজার মাকে
বামে মোর প্রাণের বাবাকে।
শুনো!হে স্বজনেরা মোর সবে
আসিনি থাকতে এই প্রিয় ভবে;
কত আয়োজনে এসেছি সুন্দরে
কত দেখেছি এই ভুবন ঘুরে।
তবুও মিটিলো না দেখার স্বাদ
যে টুকু আছে বাকি এ পথ;
আর দেখার সময় নেই তবে
এই দেখি চোখের পাতা নিবে।
কালো আঁধার ঘনিয়ে এলো বুঝি
চারিদিক কালো কালো সাজি;
তাই তো মোর আরজ সকলের কাছে
বিদায় বেলায় ভুলে যেও দুঃখ যত আছে।
করে দিও সবে এই মোরে মাপ
সকলের সাথে করেছি যত পাপ;
এই মোরে আত্মার আত্মীয় ভেবে
ক্ষমা করে প্রাণে আপন করে নিবে।