আরেকটা ফাল্গুন চাই
হাসান মাহমুদ

আরেকটা ফাল্গুন চাই!
রক্তিম কৃষ্ণচূড়ার রক্তাক্ত শরীর চাই,
ক্ষতবিক্ষত একটি প্রান্তর চাই,
আবার সালাম, রফিক ভাইদের চাই;
যে ভাষার জন্য তাজা রক্ত ঝরেছে
সে ভাষাকে আবার রক্ষা করতে চাই।

আরেকটা ফাল্গুনের বসন্ত চাই!
কোকিলের যৌবনের সুর চাই
হিম্মতের তরতাজা প্রাণের স্পন্দন চাই;
বুকে ক্ষতের মারাত্মক চিহ্ন চাই,
আবার ভাষার প্রাণ ফিরিয়ে দিতে চাই।

আরেকটা ৮ ই ফাল্গুন চাই
ঢাকার রাজ পথে ১৩৫৮ কিংবা ৫২ চাই
এবার শুধু ঢাকা নয় পুরো বাংলায়
আবার বুলির জন্য যুদ্ধ চাই,
বাংলিশ নয় আমরা আবার
খাঁটি স্বচ্ছ প্রাণের বাংলা ভাষা চাই।।