অনুভূতি
হাসান মাহমুদ

তোর হাসিটাই ছিলো সেরা
আমার ছোট্ট মনটা ঘেরা।
তুই ছিলি আমার ঘুম
তুই ছিলি স্বপ্নের ধুম।
তোর কন্ঠ কোকিলের সুর
ভালো লাগে মোর সুমধুর।
তোর ঘাম জড়ানো ললাট
তোর লাল রংয়ের ঠোঁট।
মুছকি হেসে আড় চাহনি
ভালো লাগে মোর বিনোদিনী।
তোর অভিমানী মন
তোর হৃদয় বড় হনন।
সব কিছুই ভালো লাগে
সব কিছুই হৃদয় দাগে।