অনুরাগ
হাসান মাহমুদ

যেখানে মোর মন বাঁধা
সেখানে ঝরে শিশির
উদলা আকাশ নিঝুম দ্বীপ
বিহঙ্গের ডাক বিড়বিড়।
যেখানে মোর প্রাণ পুড়ে  
সেখানে জ্বলে দাহন
দক্ষিণ সমীর শো শো করে
উঁচাতে উঠায় দহন।
যেখানে মোর প্রেম খেলা করে
সেখানে ঝরে বিরাগ।
নিখাদ স্নেহে মরিচিকার ঢল
অথচ আমি আজও অনুরাগ।
যেখানে মোর অনাদার অনন্ত
সেখানে খেলা করে মায়া
গুটিকয়েক জিনিসের অপেক্ষায়
পড়ে আছি আমিত্ব ছায়া।।