এমনো দিনে এলে
হাসান মাহমুদ
এমনো দিনে তুমি এলে হে সুন্দরী
ঘন বর্ষা আর চিপ চিপে কাদা মাটি
আমারি হৃদয় বেলা ভূমি,
কেমনে দেই বলো ঠাঁই
এ আষাঢ় লগনে আমারি আঙিনায়
হে সুন্দরী, আমারি প্রিয় তুমি।
চাল নেই চুলো নেই
নেই মোর ঘর খানি,
উড়ায়ে নিয়েছে কোনো এক ঝড়ে
এমনি সময়ে এলে তুমি
কেমনে তোমায় হৃদয়ে বলো জানি।
এমনো দিনে এলে তুমি হে সুন্দরী
সন্ধ্যার লগনে কালো অন্ধকারে,
অমাবস্যার কোনো এক নিশীথে
জোনাক ডোবা কোনো এক আকাশে তরে।
এমনো সময় এলে তুমি হে বনলতা
ছাড়িতেও পারি না ধরিতে ও পারি না
দিতে পারি নাকো হৃদয়ে ঠাঁই,
কেমন বাসিবো ভালো উপায় আর নাই।
দিন খন দেখে এলে না মোর কুটিরে
কষ্টে বাসিতে হবে ভালো এই মোরে,
নতুবা ছেড়ে চলে যেতে হবে
হৃদয়কে দিয়ে এই অবলারে।
এমনো দিনে এলে তুমি, হে সুন্দরী
গগন দেখা যায় মোর ঘরে
মেঘ ডাকা বারি আসিয়া
ভিজিয়ে যায় মোরে
এমনো কালো অন্ধকারে এলে
কেমনে বাঁধিবো বাসা
কেমনে রাখিবো তোমারে।
কবে আসিবে ফাল্গুন!
কবে হইবো গৃহস্থি!
সে আশায় কেমনে রাখি বলো
কেমনে দেই বলো এক মুঠো স্বস্তি।
এমনো খনে এলে, নেই মোর কেহ
নেই মোর আত্মীয় স্নেহ,
প্রিয় জন কাকে বলিবো বলো
তোমাকে দিতে আমার কুটিরে সুন্দরী হে।