আমিও কবি হবো
হাসান মাহমুদ
আমিও কবি হবো তবে
তুমি যদি চাও
তোমার প্রেমের কবি
তোমার হাসির কবি
তোমার দুখের কবি
তোমার ছন্দের কবি।
আমিও কবি হবো তবে
তুমি যদি চাও
তোমার ঠোঁটের কবি
তোমার লাল রঙের কবি
তোমার চাহনির কবি
তোমার তাকানোর কবি।
আমিও কবি হবো তবে
তুমি যদি চাও
তোমার কেশের কবি
তোমার কেশ বেনির কবি
তোমার বেনির ফুলের কবি
তোমার ফুলের সুভাষের কবি।
আমিও কবি হবো তবে
তুমি যদি চাও
তোমার ইচ্ছের কবি
তোমার গানের কবি
তোমার ভাষার কবি
তোমার চাওয়া পাওয়া কবি
তোমার বাসনার কবি।
আমিও কবি হবো তবে
তুমি যদি চাও
তোমার প্রেমিক কবি
তোমার সন্ধ্যার কবি
তোমার সন্ধ্যার জোনাক কবি
তোমার রাতের কবি
তোমার জ্যোৎস্নার কবি।
আমিও কবি হবো তবে
তুমি যদি চাও
তোমার কাছের কবি
তোমার হৃদয়ের কবি
তোমার স্বপ্নের কবি
তোমার সকালের কবি
তোমার দিবস রজনীর কবি।
আমিও কবি হবো তোমার কবি।