আমি ভালো আছি
হাসান মাহমুদ

আমি ভালো আছি
আমি বেশ ভালো আছি,
আগের মত মন খারাপ নেই
মনে কোনো কোলাহল নেই
আমার আকাশে মেঘ নেই
বৃষ্টির কোনো আশংকা নেই;
আমি অনেক ভালো আছি।

আঁখি ভরা জল নেই
আঁখি আর স্যাঁতসেঁতে নেই,
বক্ষে আর অসুখ নেই
চিনচিন ব্যথার বালাই নেই ;
আমি ভালো আছি
আমি বেশ ভালো আছি।

আমার রাতের আকাশে আলো জ্বলে
জোনাক খেলা করে,
নিঝুম পাখিরা গল্প জুড়ে
নিবিড় জনশূন্য আমার গা
সবাই রং হলি খেলে।
এনিয়ে আমি বেশ আছি
আমি ভালো আছি।

আগের মতো ঘুমেরা পালিয়ে যায় না
মাথার নিচের নরম তুলো ভিজে না,
নিজেকে অসুস্থ,পাগল মনে হয় না,
আমি ভালো আছি।

গোধূলির আলো আমাকে তাড়া করে না
রক্তিম সূর্য আগের থেকে অনেক হাসে
সন্ধ্যার কালো এখন দিবস লাগে
তাই সব কিছু নিয়ে ভালো আছি।।।।