আমি তার বন্ধুই ছিলাম
হাসান মাহমুদ

আমি তার বন্ধু ছিলাম
সে ছিলো  পৃথিবী আমার;
সে অতিথি ছিলো পৃথিবীর
আমি নাগরিক ছিলাম ধরনির।
আমি সনদ ধারী বাসিন্দা
পৃথিবী ঘিরে সকল শখ, আহ্লাদ
সকল বেদন,সুখ পরিপাটি
তবে আমি তার সব অবসাধ।
পৃথিবীর বুকে আমার রাজ্য
রাজ্যের বুকে সুবিশাল প্রাচীর,
মাথা উঁচিয়ে সন্দিহান চোখে
দেখি মেঘে ঢাকা আকাশ দূর।
আমি তার বন্ধু ছিলাম
সে ছিলো আমার দুনিয়া,
আমি তার বসন্ত ছিলাম
সেছিলো আমার বসন্তের মায়া।
সে ছিলো কোকিলের সুর
আমি ছিলাম ঝড়া পাতার শব্দ
সে ডালে বসে সুর দিতো
আমি পড়ে মরি শত শতাব্দ।
আমি তার বন্ধু ছিলাম
সে ছিলো আমার স্বর্গ নরক
তারই নিকৃষ্ট মায়া আমি দেখিনি
করে যাচাই বাচাই কিংবা পরখ।
আমি তার বন্ধু ছিলাম
পরোক্ষ প্রত্যক্ষ বন্ধু ছিলাম
সে আমার পৃথিবী ছিলো
আমি তার বন্ধুই ছিলাম।
সে আমার ফুসফুস ছিলো
আমি তার ত্বকের শুষ্কতা
সে আমার ক্যান্সারে মায়া
আমি তার অহেতুক ব্যকুলতা।
আসলে আমি তার বন্ধুই ছিলাম
সে আমার বৃক্ক, বাক যন্ত্র ছিলো
শেষ মেষ পৃথিবীতে আমি আছি
সে আমার বন্ধু অতিথিই ছিলো।