আমি তাগড়া জোয়ান যুবক
হাসান মাহমুদ
আমি এক তাগড়া জোয়ান
বয়সটা আঠারো পাড় হলো!
এখন তো কাঁদিবার সময় নয়;
একুশে পা রেখেছি মাত্র!
কুড়িটা শেষ হলো কয়েক দিন আগে
এখনও কৈশোরের গন্ধ আসে গায়ে
সবেমাত্র যুবকে দিলেম পা!
এখন তো বক্ষ উঁচিয়ে চলিবার সময়
আমার তো কাঁদিবার সময় নয়?
বাহুতে আমার তেজস্ক্রিয় শক্তি
গায়ের লোমে লোমে বিদ্রোহ
চোখে মুখে নতুনের ছাপ
শিরায় শিরায় লাল রক্ত খেলে
কঠিন স্বপ্ন গুলো চোখে সাঁতরায়
এখন তো কাঁদিবার সময় নয়?
আমি তাগড়া জোয়ান!
হাঁটুতে আমার মরুপথ পাড়ি দিবার শক্তি
হস্তে জুলফিকার ধরার হিম্মত
কর্ণে কঠিন বজ্রপাত শোনায় উন্মাদ
এখন তো আমি যুবক!
তাগড়া জোয়ান যুবক।
আমার আছে শত্রুর সাথে লড়ার হিম্মত
মিত্রের সাথে চলার মহব্বত
আমার আছে তিমিরে হাঁটার সাহস
বঙ্গোপসাগর পাড়ি দিবার দূরসাহস
হিমালয় অভিযানে উঠার দৃঢ় সংকল্প
আমার এখন তো কাঁদিবার সময় নয়?
খুঁজিতে হইবে আগামীর পথ
ধরিতে হইবে সারথির রথ
চলিতে হইবে আলো আঁধারি
বলিতে হইবে সত্যগ্রহী
আমি তাগড়া জোয়ান যুবক।।।