আমি নুর বলছি
হাসান মাহমুদ

আমি স্বাধীন বঙ্গের মানচিত্র বলছি,
আমি মানচিত্রের খণ্ডিত গ্রাম বাংলা বলছি,
আমি আঠারো কোটি জনগণ বলছি,
আমি আঠারো কোটি জনগণের অধিকার বলছি,
আমি,
আমি আঠারো কোটি জনগণের বাকশক্তি বলছি,
আমি আমার মায়ের লুকানো কান্না বলছি,
আমি আমার বোনের ধর্ষণের চিৎকার বলছি,
আমি রাজ পথের লড়াকু সৈনিক বলছি,
আমি ছেলে হারা বাবার অভিমান বলছি,
আমি নির্যাতিত শিশু বলছি,
আমি বিচার না পাওয়া আম জনতা বলছি,
আমি তোমার সব ফিরিয়ে দিব তাই বলছি,
আমি তোমাদেরই নুর বলছি।