আমি নকল প্রেমিকার প্রেমিক
হাসান মাহমুদ
আমি নকল প্রেমিকার প্রেমিক
আমি যে মেয়ের প্রেমে পড়েছি
আসলে সেখানে আসল প্রেম নেই
কারণ আমি নিজেই প্রেমিক বটে
আমার কোনো প্রেমিকা নেই।
আমার প্রেমিকা হলো এ সুন্দর সুদর্শন ধরনী
আসলে আমি নকল প্রেমিকার প্রেমিক।
আমার চোখে সবাই সুদর্শন
সব মেয়েরই প্রেমে পড়তে ইচ্ছে হয়
কাউকে তো সরাসরি বলতেই ইচ্ছে হয়
আমি তোমার প্রেমের প্রেমিক,
তারপর একজনকেই বেছে নিতে হয়
সে এক জনও বেছে নেওয়া কঠিন
আমি তো সেই একজনেরই প্রেমিক
আমি নকল প্রেমিকার প্রেমিক।
নকল প্রেমিকার ভিড়ে শেষমেশ
আসল প্রেমিকাকে পেয়েছিলাম
তাও আবার একতরফা ভাবে
আমিই প্রেমে পড়েছি সে নয়
তাই আর প্রেম হয়ে উঠলো না
আমি নকল প্রেমিকার প্রেমিক।