আমি নানাবিধ ফেরিওলা
হাসান মাহমুদ
আমি নানাবিধ ফেরিওলা
নিজের কাঁধে ব্যাগ ঝুলা,
কখনো বই কখনো সই
অল্প অল্প বাহারি কষ্ট ;
আমি খবর বিকি কিনি
আমি কবি, কবিতার সুর টানি
আমি এক টোপলা কটকটি সুখের দামে বেচি;
আমি মায়ের মুখের হাসি বেচি
বাবার বুকে বিশ্বাস বেচি
আমি বোনের মুখের আদর বেচি
ভাইয়ের বুকের আশা বেচি
আমি নানাবিধ ফেরিওলা
আমার ঠিকানা দোর দোর চলা।
আমি পাখির সুখের ফেরিওয়ালা
আমি বসন্তের হাওয়ার ফেরিওয়ালা
আমি আষাঢ়ের ভারি কান্নার ফেরিওয়ালা
আমি চৈত্রের হাহাকারের ফেরিওয়ালা
এক বাক্যে আমি নানাবিধ ফেরিওলা।
আমি শিশুর হাসি বিক্রি করি
শিশুর কান্নায় দুটাকায় হাসি বেচি
আমি উড়তি বয়সি কিশোরের ভরসা বেচি।
অল্প দামে স্বল্প পরিসরে করি বিকি
দুয়ারে দুয়ারে দাঁড়ায়ে
ডাক হাকি
অল্প দামে স্বল্প কথা আমার সুখ
কিছু দামে মিছে খামে
আমার দুখ।
লাগবে নি লাল নীল সাদা কালো সুখ আছে সুখ,,,,,,
ভারি ভারি অল্প দামে দুখ আছে দুখ।
আমি পাখির মুখের সুর নিজের বেচি
আমি আমার আত্মার সুখ বেচি
আমার আমি আমাকে বেচি।।।