আমি মুসলিম-২
হাসান মাহমুদ
আমি মুসলিম
আমার কিতাব আল কুরআন
আমার আদর্শ
রাসূলে পবিত্র মুখের জবান।
আমি মুসলিম,
আমার পতাকা হবে কালিমা
দেশদ্রোহী, খোদাদ্রোহী
আমার কাছে পাড় পাবি না।
আমি মুসলিম
আমি এক খোদায় বিশ্বাসী
আমার রাসূল
এ ধরিত্রী অন্ধকারের শশি।
আমি মুসলিম
আমার বিশ্বাস আল কুরআন
আমার ধর্ম
বিশ্ব শান্তির অমূল্য অম্লান।
আমি মুসলিম
আমার আদর্শ আমার রাসূল
আমার জীবন
আমার মরণ সর্বত্র রাসূল।