আমি মুসলিম
হাসান মাহমুদ
মানি না বুলেট বোমা
আসুক না অগ্নি ধূমা, তাতে কী?
আমি মুসলিম আমি মুসলিম।
জ্বলুক শরীর পোড়ুক মন,
হোক না কাবাব গ্রিল এখন, তাতে কী?
আমি মুসলিম আমি মুসলিম।
ঈমান আমার খাঁটি দিল
চাবুক ছুরি আসুক হীন, তাতে কী?
আমি মুসলিম আমি মুসলিম ।
মুসলিম সেজে দেই না ধোঁকা
আজকে আমি নই তো একা,ভয়টা কী?
আমি মুসলিম আমি মুসলিম।
আমার সাথে সত্য আছে,
আল কুরআনের বর্ণ আছে, ভয়টা কিসের?
আমি তো মুসলিম ভাই মুনাফিক নয়।।।