আমি মুক্তি চাই
হাসান মাহমুদ
আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই,
পঞ্চাশ বছর পরও মুক্তি
পেলাম না আমি বাংলাদেশ,
কি ছিলো আমার অপরাধ,
আমাকে দিচ্ছে দিনে দিনে অপবাদ।
আমি যে টুকু আঘাত পাইনি একাত্তরে,
তার চেয়ে বেশি পাচ্ছি এ সমাজ চত্বরে।
আমি হচ্ছি দিনে দিনে নিঃশেষ,
পঞ্চাশ বছর পরও মুক্তি
পেলাম না আমি বাংলাদেশ।
আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই,
আমার এমন হবে দশা
ছিলো কি কখনো কথা,
আমি স্বাচ্ছন্দ্যে থাকিব
মানচিত্রে থাকবে না কোনো ব্যথা।
আমি উড়ব পতাকা হয়ে উপত্যকার দেশে,
আমি রানির মত থাকবো সিংহাসনে বসে।
আমার এটাই ছিলো কথা,
আমার এটাই ছিলো কথা।
তবে কেন আবার হতে হলো আমাকে ধর্ষিতা,
কেন নিতে হলো আমাকে লাঞ্চনা,
হাজারো অপবাদের কান্না,
কেন কেন কেন জবাব চাই আমি জবাব চাই?
আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই,
পঞ্চাশ বছর পরও আমাকে আমার অধিকার নিতে হচ্ছে কেরে,
আমাকে শোষণ করে দিনে দিনে ফেলছে মেরে।
আমি আর পারছি না এ বোজা
আমার শক্তির রত হচ্ছে সোজা।
আমাকে একটু মুক্তি দেও,
তাতে আমি একমুটো সুখ পাই,
আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই,
পঞ্চাশ বছর পরও মুক্তি
পেলাম না আমি বাংলাদেশ,
এ শকুন রূপি রাজনীতির দেশে,
আমাকে লুটেপুটে খাচ্ছে ভালো মানুষ সেজে শেষমেশ।
আমি বাংলাদেশ, আমি বাংলাদেশ।
আমার অধিকার নিয়ে ওরা খেলছে জুয়া,
কোটি কোটি ধন অর্থ নিয়ে আছে ওরা নিদ্রা শুয়া।
আজ আমি পঞ্চাশ বছর পরও আবার মুক্তি চাই,
আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই,
একাত্তরে যে লালে লাল হয়েছিল মানচিত্র,
সেখানে আজ আমাকে বানাচ্ছে তাদের মিত্র।
যে শোণ ঝড়ার কাথা ছিলো ওদের,
আজ তা অযথাই ঝাড়ছে মোদের,।
আমি আর এ গীত গাইতে পারছিনা,
আমাকে মুক্তি দেও এক লেশ,
আমি মুক্তি চাই,আমি মুক্তি চাই তোমাদেরি প্রিয় বাংলাদেশ।
যে মাঠে বয়ে ছিলো রক্ত নদী
সে মাঠে আজ আনন্দ বিনোদিনী,
নিচ্ছে সুখ তামাশা হাসির সিন্ধু,
তাতে লাগছে না একবিন্দু।
আমি খুজছি মুক্তি, আমি ফের পেতে চাই স্বাধীনতা,
যতই লাগে শক্তি শ্রম ক্লেশ,
আমি আবার স্বাধীনতার জন্য যুদ্ধ চাই বাংলাদেশ।