আমি কবি কবিতা লিখি
হাসান মাহমুদ

আমি কবি কবিতা লিখি
নিত্য নতুন অজানা শিখি
কখনো দুঃখ কখনো সুখ
কখনো পরিচিত অপরিচিত মুখ।
কখনো দেখি আকাশ নীল
কখনো চষি অচেনা ঝিল।
কখনো কুড়াই নষ্ট বুদ্ধি
কখনো আবার পরি শুদ্ধি।
কখনো দেখি প্রেমের পেয়াল
কখনো বেদন লুকায় খেয়াল।
কখনো জানি বিশ্ব ভ্রমণ
পিপাসু তৃষ্ণায় ধুঁকছে মন।

আমি কবি কবিতা লিখি
মন মানুষের বেদন দেখি।
কখনো করি আরাধন তাতে
কখনো দেখি খিদে ভাতে।
কখনো বিবেক জাগ্রত সৈনিক
মানবতার দাবিদার  গৈরিক।
কখনো বলি সম্বলের কথা
কখনো আবার তিব্র ব্যথা।
কখনো বঞ্চিতদের অধিকার চাই
কখনো অন্যায়কে রুখেবেড়াই।


আমি কবি কবিতা লিখি
কল্পনাতে প্রেম প্রিয়া আঁকি।
কখনো রাত নিশি শশি
কখনো যাযাবর আদিবাসী।
কখনো চান্দের কলঙ্ক দেখি
স্বতীসাবিত্রী জ্যোৎন্সা রাখি।

আমি কবি কবিতা লিখি
পথিক চলি দু-পা একাকী।
ভিনদেশী পথ ভোলা
শূন্য ঝুলি খিদে জ্বালা।
যেখানে যা পাই খাই
চলে আর কি পাকস্থলীটাই?

আমি কবি কবিতা লিখি
গ্রাম থেকে শহর দেখি
শহর থেকে গ্রাম আঁকি
নতুন করে নতুন শিখি।
কখনো চাষার কথা বলি
কখনো চাষার সাথে চলি।
দিন মজুর আমার ভাই
কুলি, মুচি, ম্যাথর সবটাই।

আমি কবি কবিতা লিখি
এখানেই সকল যাতনা আঁকি
জীবনের বাঁকে যত কথা
ছন্দ সুরে খোদাই ব্যথা।
কখনো প্রিয়দের হারানো শোক
কখনো প্রিয়দের অবহেলার দুখ।
কখনো রক্তের বন্ধন ব্যথা
কখনো হৃদপিণ্ডের কথা।
কখনো আত্মার আত্মীয় বন্ধন
কখনো মুখ চেনা স্পন্দন।
কখনো নিজ সুখ কোরবান
কখনো নিজ আঁখির বান।
সবটাই কবিতায় লিখে বলি
কবিতায় মনটাকেই ধরে চলি।