আমি কে?
হাসান মাহমুদ
আমি আমি বলি আমি কে?
আমি কে? এ উলঙ্গ মেদিনীর মাঝে!
উত্তাল সমুদ্রে উতপ্ত নগরীর ভাঝে!
সহসাই মনে পরে, আমার অস্তিত্ব কে,
মনে আসে সেই ছোট্ট শৈশবের দিন গুলি,
বসন্তের বাতাসে ঝড়ে পরা পাতা!
উলঙ্গ গাছে দিকে তাকিয়ে ভাবা আমি কে?
সহসা নিজেরে না চিনিয়া,
জাগিয়া তুলেছি শত প্রশ্ন?
যত ব্যথা বুকে মোর, না চাহিবার তরে
আসিয়া সঙ্ঘচিল বসিলো আমার ঘাড়ে।
আমি কে? আমি কে?হাজারো প্রশ্নে কাটে দিবা,
মুহূর্তে ফুরিয়ে যায় আমার ভাগ্যের শিবা।
রচনা কাল-২০১৯-০৬-২০