আমি যদি ইচ্ছে পাখি হতাম
হাসান মাহমুদ
আমি যদি ইচ্ছে পাখি হতাম!
তোমার যত ইচ্ছে আছে সব এনে দিতাম,
চোখের কোণে টুকরো বারি দূর তাড়িয়ে দিতাম
আমি যদি ইচ্ছে পাখি হতাম!
আমি যদি ইচ্ছে পাখি হতাম!
সাগর হতে ঢেউ গুলো সব তোমায় এনে দিতাম,
উজান ঠেলা মাঝির সুরটা আমার করে নিতাম
আমি যদি নদীর মতো হতাম!
আমি যদি ইচ্ছে পাখি হতাম!
দুঃখ গুলো সব লুকিয়ে নিতাম,
দুঃখ গুলো অতীত করে ঝর্ণার হয়ে যেতাম
আমি যদি কঠিন পাথর হতাম!
আমি যদি নীল আকাশের সাদা পাখি হতাম!
উড়ে উড়ে তোমার কাছে যেতাম,
তোমার যত দুঃখ আছে সব ঘুচিয়ে দিতাম
আমি যদি ইচ্ছে পাখিহতাম!
আমি যদি ইচ্ছে পাখি হতাম!
রাখালিয়া বাঁশির সুরে তোমায় ডেকে নিতাম,
দুপুর বেলা বাড়ির পাশে রাখাল বালক হতাম
আমি যদি রাখাল বালক হতাম!
আমি যদি ইচ্ছে পাখি হতাম!
তোমায় এনে স্বপ্ন বুনে দিতাম
স্বপ্ন গুলো যত্ন করে আমার করে নিতাম
আমি যদি স্বপ্ন পাখি হতাম!