আমি হাভাত
হাসান মাহমুদ
আমি এমন এক হাভাত
ক্ষুধার তাড়নায় খাই গালি ;
লাজ লজ্জা সব ছাড়িয়া
অন্নের জন্য হাতে দেই তালি।
ক্ষুধার রাজ্যে নিত্য করে
দিন দিবসে কঠিন জ্বালা
আমি এমন এক হারিত
ক্ষুধাই হামার গলের মালা।
আমি এমন এক লেবু২
উপরটা মারাত্মক লেফাফা;
মধ্যস্ত এক গলন্ত মাকাল
পেট খালি তবুও বড্ড ফাঁপা।
অন্নের জন্য আজ হাভাত
যেখানে যা পাই না দেখেই খাই,
থাকনা আমার ময়লার ফলন
শুধু পেট আগে বাঁচাই।