আমি দুঃখের কবি
হাসান মাহমুদ
গাঙচিল উড়ে যায় নীল গগনের পাড়ে
মিটি মিটি আলো আবছা আবছা কালো
ঐ দূর পানে চেয়ে দাঁড়িয়ে আছি নদী ধারে
এই বুঝি ফুরিয়ে গেলো সময় টা ভালো।
অবাস্তব চিন্তা মগ্ন আর দূরন্ত তনুতে
এক গাল হাসিতে বক্ষ জুড়ে ব্যাথা
গাঙচিল হয়ে উড়া এক আকাশ স্বপ্নতে
হাত বাড়িয়ে ছুঁই ছুঁই নানা কথা।
দুঃখের কবি হয়ে বেদন লিখি
নানান পঙক্তিতে নানান বাহানার ছন্দে
জীবনের আকাংক্ষার প্রাপ্তিতে দেখি
কিছুটা আংগুর কিছুটা মাকাল গন্ধে।
এই তো অভাগা আবার পূর্ণ ভাগ্য
স্বপ্ন ঘোরে লিখি ভাগ্য খাতা
অপরিচিত কেউ দেখি বলে যোগ্য
দুর্গন্ধে ভরপুর জীবন ব্যথা।
আমি দুঃখের কবি প্রাপ্তির কবি
স্বাচ্ছন্দ্যে গাই কষ্টের পঙক্তি মালা
আমার আকাশে সকাল হয় অস্পষ্ট রবি
ঘুম ভাঙে রাত জাগা আঁখি জুড়ে জ্বালা।
বাগানে পুষ্প ফুটে রংহীন গায়ে
মৃত্যু বৃক্ষে ফল হয় করুন সুরে
পাখিরাও সুর টানে বেদনার নায়ে
নীল আকাশে দেখা যায় নীলটা দূরে।
আমি বেদনার কবি কষ্ট লিখি
মুছতে পারি না তবুও চেষ্টা আঁটি
যতটা সম্ভব ততটাই চোখে দেখি
আমার লেখায় শূন্য পেয়ালা বাটি।।