আমি ছুটি কাটাবো
হাসান মাহমুদ
আমি ছুটি কাটাবো এ অভিনয় যুক্ত বসুমতিতে,
কোনো এক আম কাঁঠালের ঝড়ে পড়ার দিনে।
বাদলের দিবসে বিজলির আলোর সময়ে,
কাঁদা জড়ানো পথ ঘাট আর অভিমানী হীনে।
সন্ধ্যার পাখি ডাকা কোনো আবছা আলোর ঘোরে
ক্লান্তি নিরবর তনু আর আনমনা মুখে,
ছুটি কাটাবো প্রিয় তোমাদের হতে
আমার সব জিজ্ঞেসিত অসুখে।
নিশীথর কালো আঁধারে নিশ্বব্দ সরীসৃপের তরে
হিংস্র ব্যাঘ্র আর বিজ্ঞ জ্ঞানী পশুর চলনে;
লক্ষ্মী পেঁচার ডাক আর ঘুমন্ত ডাহুক,
এমনি কোনো খনে আমি ছুটি কাটাবো নিজ বলনে।
দরখাস্তে লিখবো আমার অসুখের কথা
হৃদ গহিনে বাজিছে কত শত এলোপাতাড়ি ব্যথা,
বরাবর মানিনীয় ভাগ্য অঙ্কন মহাশয়
আপনার সমীপে আমার পরিত্যাপ্ত আবেদনের কথা।
আমাকে আপনা মর্জিতে কিছু দিন অব্যহতি দিন
আমার আর থাকতে হয় না ইচ্ছে অম্বর তল,
আমি স ইচ্ছে, নিজ হস্তে করিলাম আকুতি প্রেরণ
আমাকে দিবেন না ফেরত আমার ই আখি জল।