আমি বন্দনা করি
হাসান মাহমুদ
প্রায় অনেক দিন বাড়ি যাওয়া হয় না
দেখা হয় না প্রিয় জননীর মুখ;
কথা হয় না প্রিয় ভূমির সরল মানুষের সাথে
ভরা হয় না বুকের বা পাশের সুখ।
সরল ভূমির সরল মানুষ গুলো বেশ চমৎকার
কি যে সহজ,নম্র,ভদ্র সরলতা;
তাদের সাথে মিশতে আমার প্রতিটা খন আক্ষেপ
ইচ্ছে করে হাসিতে মিশতে জীবনে ব্যকুলতা।
আবার ফিরে যাবো দেখা হবে
প্রিয় মানুষের প্রিয় মুখের সাথে
দেখা হবে কাঁদা মাটি জড়ানো মানুষের
অপরিচ্ছন্ন ময়লা যুক্ত দেহের সাথে।
কথা হবে প্রাণের সকল সুখ উজাড় করে
বলা না বলার জমানো হাজারো কথা,
ভুলা হবে অপরিপূর্ণ জীবনের
বন্দনা তিপ্ত সহস্র বেদনার ব্যথা।
আমার যত সুখ যত হাসি উল্লাস
সব কিছুই গ্রাম্য সহজ সরল মানুষের ;
যাবো আমার সমাজের আমার দেশের
একটি অবিচ্ছেদ্য মূল্যবান অংশের।
যেখানে আমার শৈশব কৈশর খেলা করে
যৌবন নিত্য বাঁকে বৃদ্ধ হাত ছানি দেয়
যেখানে লুটিয়ে পড়ে আমার সুখ দুঃখ
হাসি কান্নার প্রতিটা মূহুর্তের দায়
আমি বন্দনা করি আমার মাকে
আমি বন্দনা করি সহজ সরল গ্রামকে;
আমি বন্দনা করি গ্রামের প্রতিটা
অপরিচ্ছন্ন, মলিন গ্রাম্য মানুষকে।
ভালো বাসি আমার জীবনের অবিচ্ছেদ্য
গ্রাম্য জীবনের প্রেম ময় ; সকল প্রিয়দের,
সকল পরিচিত মুখ যারা আমাকে
ঘৃণা কিংবা ভালোবাসে সকলদের।