আমি বিদ্রোহী
হাসান মাহমুদ

আমি বিদ্রোহী মহা বিপ্লবী,
আমি অপশক্তি, অপবিত্র যা
পাই ধংস করি সবই,
আমি বিদ্রোহী মহা বিপ্লবী।
আমি ক্যান্সার, মহামারী,
আমি সমাজের ভন্ড সাধুদের ধংস করি।
আমি তুফান, মহা কল্লোল,
আমি শান্ত, ফাঁসির মঞ্চের রজু হিন্দোল।
আমি ভাসমান তরির বইঠা,
কৃষকের হালের মইটা।
আমি শস্যদানার অঙ্কুরিদম,
আমি আষাঢ়িয়া আর বৃষ্টির সাম।
আমি হেমন্তের ফসল,
আমি শীতের মসাল।
আমি পৌষালির হাওয়া,
চৈত্রের রৌদ্রের চাওয়া।।

আমি সৈনিক মহাবীর,
নতুন পদ্মের আবির।
আমি বিশৃঙ্খল, পথের কাটা,
যে খানে যা পাই করি সব বাটা।
আমি আগুন, জ্বলি জ্বালাই দিগুণ,
আমি বায়ু,উড়ি উড়াই বসন্তবিহীন ফাগুন।
আমি বৈশাখ, কালো রাত,
অসুন্দরকে করি সুন্দর প্রভাত।
আমি পাহাড়, পাথার কান্নার ডাক,
আমি মেঘ, আকাশ চুম্মি গর্জনের হাক।

আমি বৃক্ষের কান্না,
রক্তকণিকায় ক্রোধের বন্যা।
আমি পাশান্, শত্রু চক্রেরু অমাত্য,
ধার ধারি না কোনো মিথ্যার, আমি সত্য।
আমি মেঘের গর্জন,
বিজলীর আলোড়ন।
আমি বিষধর অজগর,
ক্রোধে, ক্রোধে আমার হুংকার।
আমি পাহাড়ি মেয়ের ভয়,
হৃদয়ে ভয়ের ঢেউ,
আমি হরিণির কান্নার হাসি
ক্ষুধার তারনায় কাতরানো কেউ।

আমি বিদ্রোহী এক পথিকের সমাহার,
আমি হাজারো অধিকারের অধিকার।

আমি পল্লি বালিকার প্রেম,
আমি তাহার পায়ের নুপুরের ফ্রেম।
আমি ভালোবাসায়, পাগল মেয়ের ভালোবাসা,
আমি শান্তশিষ্ট, আমি প্রেমিক, পাগলির আশা।
আমি রূপসি বালিকার চুড়ির শব্দ,
পায়ের নুপুরের রিমঝিম বাজনা,
আমি ভালোবাসায় কাতর বউয়ের মনের বাসনা।

আমি শত্রুর সম্মুখে আলির জুলফিকার,
আমি ওমরের শক্তি সাহস,
আমায় রুখবে হিম্মত কার।
আমি ওসমানের মত গনি,
আমি আবুবকরের মত ইমানি।
আমি ভাসানির, ফজলুলের মত বিদ্রোহী,
আমি বঙ্গবন্ধুর ৭মার্চের ভাষণ শাহি।

আমি হিংসুটের হিংসা,
আমি নিন্দুকের নিন্দা।
আমি অসহায় পথিকের অধিকার,
আমি মেহনতি মজুরের আবদার।
আমি রাজ পথের মহা রাজা,
আমি খোদার সত্য ন্যায়ের প্রজা।
আমি আপোষহীন পথিক,
আমি নির্বোধের শাসক।
আমি মজলুমের আত্মা,
আমি আমার সত্মা।
আমি ডরিনা কোনো ভয়,
আমি নয় তো কারো কাছে অসহায়।
আমার শির হবে না নতো,
হোক যতই আমি আমার আত্মার ক্ষতো।
আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী।

কবিতা-৬৫
২৭-০৫-২০