আমি এক পতিতার প্রেমিক
হাসান মাহমুদ
আমি এক পতিতার প্রেমিক
যে বার বার প্রেম প্রতারিত হয়ে ফিরে এসেছে
বারবার ঠুকরে কেঁদেছে কোনো এক নির্ভেজাল প্রেমিকের কাছে;
যে রাত দিন একাকার করে ভালোবেসে ফিরে এসেছে,
আমি সেই পতিতার প্রেমিক।
যে বারবার বসন্তের মত জড়ে গিয়েও
নতুন করে আবার ভালোবেসে প্রতারিত হয়েছে
যে উষ্ণতাকে শীতল করে ভালোবেসে
প্রেমিকের কাছে লজ্জিত অপমানিত হয়েছে
যে অনবরত ঠকেই চলেছে ঠকেই চলেছে
যার প্রেমে হাজারো প্রেমিক তিক্ত দেখেছে
আমি সেই পতিতার প্রেমিক।
যে প্রেমিকা হৃদয় ধর্ষণের প্রেমিকা
যার কমল হৃদয় বারংবার ধর্ষিত হয়েছে
হয়েছে রক্তাক্ত ছিন্নভিন্ন,
যে পুষ্পের ঘ্রাণ ছিটিয়েও পায়নি প্রণয়
যার হৃদয় প্রতিনিয়ত বন্ধ পতিতালয়
আমি সেই পতিতার প্রেমিক।
আমি এক পতিতার প্রেমিক
যে সেজে গুঁজে প্রেম বিলায়
যে প্রেম দিতে গিয়ে হৃদয় বিলায়
যে প্রেম পেতে হৃদয়কে ধর্ষিত হতে দেয়
যে ধর্ষিত হৃদয়কে নতুন রূপে সাজায়
যে আবার নতুন পতিতা সাজে
আমি সেই পতিতার প্রেমিক।।