আমি এক উদাস বাউল
হাসান মাহমুদ
আমি এক উদাস বাউল
আউলা ঝাউলা কোঁকড়া চুল ;
পুরোনো শার্ট মলিন জুতো
ছিঁড়ে ফাটা প্যান্ট সুতো।
আমি এক সন্ন্যাস পাগল
রুক্ষ দেহ মন্দ বদনতল ;
ব্যগ্র আঁখি সঙ্গচিল
আমি এক উদাস বাউল।
নিম্ন মানের রুটি রুজি
নিম্ন মানের চাহন ভোজি;
স্বপ্ন-হীন আয়ু সাজি
ধূলা বালি তনু বুঝি।
আমি এক অমিশুক লোক
মিছা-মিছি গাই সুখ;
বচন ভঙ্গি সেকালের মতো
একালে আমি যথা তত।
আমি এক ভাবুক বটে
মিশুক নয় আমার তটে;
দূর দূর দূরত্ব অনেক
আমার আমি সবাই শোনেক।
সঠিক ভঙ্গি নাহি বলি
ভুলভাল বচনে চলি
মায়ের ভঙ্গি প্রিয় তাই
সে ভঙ্গিতেই বলিয়া যাই।
আমি এক উদাস বাউল
মন্দ বদন জীর্ণ বল
রুক্ষ ভাবন শূন্য জ্ঞান
উচ্চ মহা উচ্চ প্রাণ।।।।