আমারি ভুল
হাসান মাহমুদ
হয়তো আমার ভাবায় ভুল!
নয়তো তারা এমন কেন হবে?
আমি যাদের আপন প্রিয় ভাবি,
তারাই বলে আপন ছিলি কবে?
হয়তো আমার বুঝায় ভুল!
নয়তো তারা কেন যাবে সরে?
আমি যাদের বুঝতে গিয়ে বুঝি
তারাই আমায় আলাদা রাখে দূরে।
হয়তো আমার আবেগ বেশি!
নয়তো এমন নদী হবে কেন?
আমার জলে বৃষ্টি ভেবে ভিজে
ভরিয়ে রাখে মন্দ সরল মন।
হয়তো আমার দেখার ভুল!
নয়তো এমন সুন্দর দেখি কেন?
আমার চোখে শরৎ শশী হয়তো
মন্দও দেখি স্পষ্ট পুষ্প কানন।