আমার ভিষণ কেউ
হাসান মাহমুদ
যাকে আমি অনেক দিন দেখি না
সে-ই আমার ভিষণ দেখা কেউ,
যাকে দেখে তপ্ত নয়ন জুড়াই
সে-ই আমার মন উতলা ঢেউ।
দেখবো না বলে যাকে দেখি খুব
সে-ই আমার স্বপ্নে আঁকা রূপ,
ভিষণ কালো সুন্দর আঁখি পল্লব
সে-ই আমার বুক কাঁপনি ধুপ।
যার সাথে মোর হাজার বছর রাগ
সে-ই আমার মিষ্টি হাসি সুখ
রাত আঁধারে যাকে দেখার সাধ
সে-ই আমার জোছনা ভরা মুখ।
তারে দেখি আড়াল হয়ে বেশ অজানায়
সে-ই আমার মন খারাপের ওষুধ
সে দেখে না মুখ ফিরিয়ে বড্ড অভিমান
সে-ই তো আমার জোছনা ভরা রাত।