আমার শিক্ষা গুরু
হাসান মাহমুদ
শৈশব আমার মায়ের কোলে
ছোট্ট সোনার গ্রাম,
দক্ষিণাঞ্চলের ছোট্ট গাঁ
গাজীপুর তার নাম।
শিক্ষা মোর পাঠশালাতে
পঁচিশ নং বিদ্যাপিঠ,
সঠিক ভুলে বেশ শিখেছি
লাল করেছি পিঠ।
আলি স্যারের ভয়ের শাসন
বেত লাঠির মার
আজও ভুলিনি মনে ঘরে
স্মৃতির দৃশ্য ধার।
খালেদা ম্যামের চোখ রাঙানি
গাল ওপর চড়
আঁখি জলে মনে পরে
ভেবে হৃদয় ভার।
পারুল ম্যামের মিষ্টি ডাকে
মন উতলা ঢেউ
তাদের মতো আর করেনি
মিষ্টি শাসন কেউ।
আতিক স্যারের মারের হাসি
এখনও মনে ভাসে
তাদের কথা মনে হলে
স্মৃতিরা সবে হাসে।
কাদের স্যারের প্রিয় ডাক
মন ভুলানি মানুষ,
হাসি খুশি বাসতো ভালো
আজ চোখে আভাস।
হালিম স্যার প্রধান ছিলেন
সবার চোখের মনি
তাহার হাতের মারের পরশে
আমরা আজ খনি।
যাদের কাছে হাতে খড়ি
জীবন হয়েছে শুরু
তাদের আজ কেমন ভুলি
আমার শিক্ষা গুরু।
মায়ের পরে বাবার পরে
যারা করেছন শাসন
আদর দিয়ে স্নেহ দিয়ে
পেতেছেন হৃদয় আসন।
যাদের দোয়ায় মানুষ আমি
বিশ্ব আমি চিনি
তাদের কথা আসলে মনে
নয়ন জুড়ে পানি।
খোদার কাছে আরজ মোর
খোদার জমিন মাঝে
তাদের জেনো বাঁচিয়ে রাখে
দীর্ঘ আয়ুর সাজে।
হাত তুলে চাই ঐ দরবারে
সুস্থ জীবন তাদের
সকল সুখ তাদেরই হোক
জীবন করুক সুখের।