❄❄আমার মাতৃভূমি ❄❄
⭐⭐হাসান মাহমুদ🌞🌞
আমার প্রাণের বাংলা ভূমি
আমার এলোকেশে চলা তুমি।
আমার সকালে ঘুম না ভাঙ্গার স্বপ্ন তুমি,
আমার আবেগ,অনুভূতি তুমি,
আমার হাসি, কান্নায় তুমি।
আমার কল্পনায়, ভাবনায় তুমি
আমার ইচ্ছায়, অনিচ্ছায় তুমি।
ও আমার প্রাণের বাংলা ভূমি।
আমার আশা নিরাশায় তুমি।
আমার খাদ্য, ঘুম ভালোবাসায় তুমি,
ও আমার প্রাণের মাতৃভূমি।
তুমি কার্তিক শেষে কুয়াশার নরম মায়া,
তুমি বটো মুলের বটের করুন ছায়া।
তুমি নববধূর ঘোমটার নিচের হাসি,
ও আর প্রাণের বাংলা, আমি তোমায় ভালো বাসি।
তুমি বৈশাখী এলোকেশী ঝড়,
তুমি প্রভাত ফেরিতে, ভেসে আশা ছেলে হারা মায়ের কান্না কে আছ আমায় ধর।
তুমি ত্রিশ লক্ষ শহীদের অমরত্ব হাসি,,,
আমার মায়ের বাংলা,আমি তোমায় ভালো বাসি।
তুমি এ দেশের মুয়াজ্জিনের আযানের সুর
দূর থেকে ভেসে আসা কোরআনের ধ্বনি সুমধুর
গাঁয়ের প্রভাত ফেরিতে মসজিদ থেকে ভেসে আসা আলিফ লামের শব্দ তুমি,
ও আমার সোনার মাতৃভূমি।
আমার দেশের সোনার ছেলে, সালাম, জব্বারের গুলি খেয়ে কান্নার শব্দ তুমি।
তুমি পথে পরে থাকা অনাত শিশুটির কান্না,
তুমি ইজ্জত হারা মায়ের,মুখ ঢাকার বাহানা।
তুমি ষোলো কোটি জনতার মাতা,
তুমিই ও গো আমাদের মাথা গোযার ছাতা।