আমাকে খুঁজতে যেও
হাসান মাহমুদ
কোনো এক পরন্ত বিকেলে আমাকে খুঁজতে যেও
সেই কোলাহল পূর্ণ রেললাইনের পাশে
যেখানে আমার চরণ পরেছিল একান্ত নিবিড়ে
আমার ছায়া পরেছিলো স্পষ্ট কাতরে।
আমি রেললাইনের চিকন ইস্পাতের উপর
ছোট ছোট কদমে হাঁটতাম
পাথর গুলো বেশ ধারালো ছিলো
কত বার যে আমার রক্ত কণিকা স্পর্শ করেছে
তা আমার স্পষ্ট মনে পরে না,
আজ বড়ই অদ্ভুত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে
এখন আমার অস্তিত্ব পরে না ছায়া ছাড়া
আমার ছায়াই এখন আমি হয়ে দাঁড়িয়েছি।
আমাকে খুঁজতে যেও না; খুঁজে দেখো লাশ
সেই চিরো চেনা স্টেশনের পূর্ব, পশ্চিম, উত্তর কিংবা দক্ষিণে।
কোনো এক ঘোর অন্ধকারে হৈচৈ দেখে দেখতে যেও
রক্তাক্ত মুখে পড়ে আছে কোনো আগন্তুক বালক
অস্পষ্ট চেহারা, কোকড়ানো চুল
রোগাক্রান্ত শরীর,ছেঁড়া ময়লা যুক্ত জামা কাপড়।
সেখানে খুজঁতে যেও আমার দুর্গন্ধ ময় দেহকে।