আমাকে খোঁজ না বহু দিন
হাসান মাহমুদ
আমাকে খোঁজ না বহু দিন
তোমাকেও খুঁজি নাকো,
একই আসমানের তলে বহুদিন
তবুও খোঁজা হয় না আমাকে তোমার।
একই নক্ষত্র দেখি দুজনে
একই জমিনে দাঁড়িয়ে,
তবুও দেখা হয় না তোমাকে।
একই বাদলে ভিজি দুজনে
একই মেঘ দেখি, দেখো নাকো আমাকে।
আমাকে খোঁজ না বহু দিন
তোমাকে ও খুঁজি নাকো,
একই জ্যোৎস্না দেখ তুমি
দেখো নাকো আমাকে।
আলোরাও হারিয়ে যাবে
কালোরাও আলো হবে।
উদাসীন বিকেলও অলস কাটিয়ে
একদিন প্রকৃতির মায়ায় মিশে যাবে।
তুমিও দেখতে পাবে, আমি ও!
নিবে নাকো খুৃঁজে এই আমাকে,
সব কিছুই তুমি দেখছো, আমিও!
শুধু আমাকেই ফিরিয়ে দিয়ে আর খুঁজো না।
তাই আজ একটি প্রশ্ন বলি,
তুমি আমাকে এখনো ভালো বাসো?