আমায় এক চিমটি বিকেল দাও
হাসান মাহমুদ
তোমার বিকেল থেকে আমায় কিছু দিবে?
এই যেমন তোমার পুরো একটি বিকেল
আর আমার শূন্যে ভরা শীতল হওয়া
তোমার পুরো বিকেল থেকে
আমার কিছুটা সময় দিও!
যেমন কিছু ঘণ্টা অথবা কয়েক মিনিট।
তুমি বিকেলের মালিক থাকবে
আর আমি তোমার সহচারী!
তুমি বিকেলটাকে আগলে ধরে ভালোবাসবে
আর আমি বসে বসে তোমায় দেখবো।
তুমি কেশযুগলে শিউলি চেপে গান গাইবে
আমি মুগ্ধতা নিয়ে সুরের মূর্ছনায় হারিয়ে যাবো।
তুমি অমুক তমুক প্রেমিকের গল্প বলবে;
আমি তোমার গল্প লিখে লিখে
খাতার পাতা সাজিয়ে দিবো।
তোমার বিকেল হতে যদি আমায় একটু বিকেল দিতে!
আমি উড়ে যাওয়া বক হতাম
উড়ে উড়ে তোমায় হাসির রাজ্যে নিয়ে যেতাম ;
তুমি মুগ্ধতা ছড়িয়ে হাসতে
আমি পলকহীন চোখে তাকিয়ে তাকিয়ে
তোমার হাসির রহস্য উন্মোচন করতাম।
তোমার বিকেল হতে এক চিমটি বিকেল দিতে!
আমি ঘুড়ি হতাম নীল আকাশের
তোমার ভাবনার উড়ে যাওয়া স্মৃতি হতাম।
তোমার বিশাল বিকেল হতে আমায় একটু সময় দাও!
তোমার জন্য বিকেল মেলা হতে সময় কিনবো
চুড়ি,নলক,দুল সাথে ললাটের লাল কালো টিপ;
আরো কিনবো তোমার মুখের পরিপাটি হাসি।।