আল্লাহু আকবার
না-রয়ে তাকবীর তুলো আল্লাহু আকবার
তুমি না-রয়ে তাকবীর বল আল্লাহু আকবার।।
সময় এসেছে, ডাক পড়েছে হওগো হুশিয়ার,
হৃদয় জাগাও, ঈমান জাগাও করোনা কো আবদার।
ডাক এসেছে, হুংকার পড়েছে ধরতে হবে হাল,
তুমি মাঝি,ঈমান নৌকা,হও গো হুশিয়ার।
না-রয়ে তাকবীর বল আল্লাহু আকবার।
হাতে লও তরবারি হে বীর নওজোয়ান,
তুমি খেয়াল রেখো ইসলাম যেনো হয়না অপমান।
তুমি ওমর সাজো,আলি সাজো, ওসমান গনী,আবুবকর,
৩১৩ জন বীরের সাজে, হানজালার ঐ বীরত্বের।
না-রয়ে তাকবীর তুলো আল্লাহু আকবার।।
তোমায় দিতে হবে না, নিতে হবে না কোন কৈফিয়ত,
ইসলাম তোমার রক্ষা করতে দিতে হবে হিম্মত,
তুমি তো মুহাম্মদের উম্মত আমরা তো মুহাম্মদের উম্মত।
তুলো ডাক, রাত নিশিতে আল্লাহু জিকির,
না-রয়ে তাকবীর আল্লাহু আকবার।