আলেম হবার দরকার কি?
হাসান মাহমুদ
আমাদের ঈমান আমাদের কাছে
আলেম হবার কি দরকার?
কোরআন হাদিস আঁকড়ে ধরে
নবী রাসূল কে সব ধর।
পীর মুরিদি ধরতে হবে
জানতে আল্লাহ দিদার,
এমন পীরও যাবে না ধরা
মন গড়া করে আবদার।
পীর মুরিদি বাঁধ দিয়ে দাও
যদি না মানে রাসূলের নীতি
মন গড়া সব ফতোয়া দিয়ে
গায় যদি নিজস্ব গীতি।
আলেমের ঘরেও জালেম হবে
এটা নয় কি স্বাভাবিক,
নবী রাসূলের ঘরেও হয়েছিল
দেখ নাই কত মুশরিক।
তবে মেনে নিও সবে
যদি হয়,হক সত্যের পথ
গায় কালিমা পতাকা হাতে
ব্যগ্রের সামনে লুটিয়ে রথ।
আলেম হবার নয় তো দরকার
যে আলেমে দ্বিধা দ্বন্দ্ব
হক বাতিলে প্রশ্ন তুলে
হকের দরজা করে বন্ধ।
যেটুকু আছে সাচ্চা ঈমান
সে টুকুই তবে বল,
সঠিক পথে, সঠিক রথে
ঈমানি তেঁজে চল।
অল্প আমলেই পাওয়া যায়
নাজাতের সঠিক পথ
বিজ্ঞ আলেমও দোযখ বাসি
দেখনা ভাই কত শত।
আলেম হয়ে আলেম মারি
আলেমে শত ঝগড়া
এক আলেমে অন্য আলেমকে
ছিঁড়ে ন্যায় তার টোগড়া।
হাদিসের বানি,হাশরের দিন
আলেম প্রথম মেহমান
দোযখ তাদের হাতছানি দিয়ে
ডাকবে ভরে মনপ্রাণ।
আলেম হবার দরকার কি?
অল্প আমলে নাজাত খুঁজি
মালিক মোদের করুক ক্ষমা
এমন আর্জি করি রোজী।।।