আলাপন
হাসান মাহমুদ
উচাটন উদীয়মান উজ্জ্বল শশী
রাত ভর ঢালে জীবনের রশ্মি।
মিছে মরে গেয়ে গান মনে
মিছে বাসে জীবন; জীবনের শনে।
মৃত্যুর মিছিলে খেলা করে সাঁই
কেমনে তাহারে জীবনে দেই ঠাঁই;
বাড়ন্ত বয়সটা ঘুমন্ত বিভোর বেশ
অহেতুক চেতনায় অস্বচ্ছ বেদনার রেশ।
উড়তি বয়সটায় ক্লান্ত তনু মোর
ঝাপসা আঁখি প্রিয়া হারা ঘোর।
বেদনার দেবতা অসুরে সুর মিলায়
অসুরের পুত্র আসিল মোর মাতুলয়।
কি অসহ্য লাগে!বিশ্রী বেশ ভুস
তবুও পারিনি ফিরাইতে মোর হুঁশ।
আসিবে বলে পত্র খানি পাঠাইলো
কখন যে আসিবে কিছুই নাহি বলিলো।
এটাই রইলো মোর কাছে গোপন
সাদা পাতায় লিখিল কঠিন আলাপন।।।