একুশ মানে
হাসান মাহমুদ
একুশ মানে ফিরে দেখা সেই বায়ান্ন,
একুশ মানে বাঙালির চেতনা,
একুশ মানে ঘুম না আসা প্রভাত ফেরি,
একুশ মানে ফের জেগে উঠা বাঙালি।
একুশ মানে স্বপ্নের সেই দিন,
একুশ মানে রং তুলিতে আঁকা
শহিদের রক্তের ঋণ।
একুশ মানে ফাগুনের অভিনাষী কৃষ্ণচূড়া,
ভাষার রক্তে হয়েছিল লাল তার চূড়া।
একুশ মানে পদ্মপাতার রাগ,
একটি বুলির জন্য শহীদী ছেলে
কেটে ছিলো বুকে দাগ।
একুশ মানে মৃত্তিকার বুকে রক্তের ছাপ,
একুশ মানে গর্জে উঠা বাঙালির উত্তাপ।
একুশ মানে মা ডাকার অধিকার,
একুশ মানে ফের পাওয়া ভাষার আপদার।
একুশ মানে থেকে থেকে ডাক হাকা বাঙালির হাহাকার।
একুশ মানে অ আ ক খ এর অনশন ভাঙা,
একুশ মানে হানাদার হটিয়ে
নিজ বুলিকে রাঙা।
একুশ মানে নিরব সুরে
বলে উঠা বায়ান্নের প্রাণ,
একুশ মানে রাজ পথে
পরে থাকা ভাইটির জান।
একুশ মানে আকাশ,বাতাসে
গর্জে উঠা ধুমধাম শব্দ,
একুশ মানে গর্জে উঠা
বাঙালি হঠাৎ স্তব্ধ।
একুশ মানে মায়ের দাবি ফিরে পাওয়া,
একুশ মানে ভাষা কি তা বুঝে নেওয়া।
একুশের এ মহান দিনে
সকল ভাষা শহীদের আত্মার
করছি মাগফিরাত কামনায়,
সৃষ্টি কর্তার কাছে হাজারো দোয়ায়।