একটু ভালোবাসার খোঁজে
হাসান মাহমুদ
একটু ভালোবাসার খোঁজে অতিবাহীত প্রতিটা সকাল,
তন্ন তন্ন করে খুঁজি শিশিরের ভীড়ে,
ঘুমন্ত শরীরে সঞ্চারিত করি নিজেকে,
যদি খুঁজে পাই!
ঐ স্বপ্নে আঁকা কাল্পনিক চিত্রের তীরে।
একটু ভালোবাসার খোঁজে অতিবাহিত প্রকৃতির রূপ,
যেখানে প্রতি নিয়তো আমারই চরণ,
আবেগ ঘন ক্যামেরার ফ্রেমে বন্দী
কেরে ন্যায় অচেনা অজানা পথিকের মন।
একটু ভালোবাসার খোঁজে অতিবাহিত গোধূলির আলো
একলাই নির্বোধ বেখেয়ালি আচরণ,
চুপটি মেরে দূর পানে তাকিয়ে দেখি রূপ,
আঁকি স্বপ্নের গায়ে ভালোবাসায় আবরণ।
একটু ভালোবাসার খোঁজে কান পেতে শুনি
রাতের বেখেয়ালি মাঝির গলার সুর,
অথই সমুদ্রে পাল উড়াচ্ছে নানান রঙ্গরসে
হাপছেরে বেঁচে বাজাচ্ছে বাঁশি বেদনাতুর।
একটু ভালোবাসার খোঁজে রাত জাগা
পাখিদের আমি এক জন,
নিদ্রাহীন উড়ে উড়ে শুনাই ভবো গান
যদি গো পৌঁছায় ঐ না প্রিয়ার দু কান।