একটু ভালোবাসতে পারো না বুঝি
হাসান মাহমুদ
একটু ভালোবাসতে পারো না বুঝি?
কত করে বলবো আর?
একটু ভালোবাসো, একটু ভালোবাসো।
তোমার মুখে ভালোবাসি কথাটা শুনার জন্য
সেই দিব্যাঙ্গনা হয়ে বসে আছি,
বারংবার তোমার শহরের যানজট
পূর্ণ আইন লঙ্ঘন করে ফেলছি,
তবুও কি বুঝোনা কতটা ভালোবাসি।
একটু ভালোবাসতে পারো না বুঝি?
কি এমন ক্ষতি টা হয় বলো?
একটু ভালোবাসলে, একটু ইশারায় ডাকলে।
আমার ভালবাসা দেখে
আকাশ নীল থেকে রোষে,
মেঘ কান্না রেখে হাসে,
বৃষ্টি ঝড়া থেকে ভাসে,
নদী ভরা থেকে হ্রাসে,
পাহাড় পড়া থেকে চোষে,
তবুও কী,তোমার ভালোবাসা পায় না?
একটু ভালোবাসতে পারো না বুঝি?
একটু ভালোবাসলে
কী এমন হারাবে বলো?
আমার ভালবাসা দেখে পাখিরাজ গান গায়,
লক্ষ্মীপেঁচা সেও রাত না জেগে ঘরে আয়,
শিয়ালিয়া ডাক রেখে হেসে বেড়ায়,
নিশী সে নিরবে কান পেতে আমায় শুনে যায়,
শুধু তুমিই অভিমানী, তুমিই অহমিকাময়।
একটু ভালোবাসতে পারো না বুঝি?
এই অবাঞ্ছিত অশোভনিয় এক কৃষ্ণাঙ্গ বালককে।
রচনাঃ ০৭/০৪/২০২১- ১১ঃ৩০
উৎসর্গঃ জান্নাতুল ফেরদৌস মাওয়া (আফরা ওয়াসিমা)