একটু খানি হাসি
হাসান মাহমুদ
আমার জন্য রেখো বন্ধু
একটু খানি হাসি
তোমার মুখের হাসি দেখে
বাজবে মনে বাঁশি।
তোমার হাসি ছন্দময়
বসন্তেরই ফুল
তোমার হাসি মন কেড়েছে
মন যে মশগুল।
তোমার কাছে চাইনি কিছু
হাসি টুকু ছাড়া
তোমার হাসি প্রাণ বাঁচায়
আমায় করে তাড়া।
তোমার হাসি গগন শশী
নীল গগনের আলো
তোমার হাসি মিষ্টি ভাষি
মনটা করে ভালো।
আমার জন্য রেখো বন্ধু
সচ্ছ হাসি ফুল
তোমায় আমি দিবো বন্ধু
হৃদ বৃক্ষের বকুল।