একটি কবিতা শোনাবো বলে
হাসান মাহমুদ
তোমাকে একটি কবিতা শোনাবো বলে বসছিলাম
কিন্তু! কোন কবিতা শোনাবো ;
যে কবিতায় তোমার তিক্ত ব্যথা!
যে কবিতায় তোমার বিষাক্ত অবহেলা ;
যে কবিতায় তোমার মলিন করুনা
যে কবিতা তোমার তাড়িয়ে দেবার চেষ্টা
সে কবিতা?
না না না! এমন কবিতা আর লিখবো না।
আর কখনো শোনাবার চেষ্টা ও করবো না,।
আমার থেকেও তোমার বেশি অবহেলা আমার কবিতা,
আমার থেকেও তোমার বেশি বিরক্ত কবিতা।
তাই আর মুখ খুঁটে বললাম না,
আমার হৃদ পাঁজরের জমানো কবিতা।।