একটি কবিতা দিয়ে
হাসান মাহমুদ
আমি আমজনতার প্রাপ্তিতে
রুখতে পারি জাহিলিয়াতের বিরুদ্ধে,
আমি অজস্র রাত কাটাতে পারি
থ্রি নট থ্রি রাইফেল হাতে যুদ্ধে।
আমি প্রাপ্তির খাতায় যোগ করতে পারি
আমার প্রতিবেশীর কান্নার জল,
ধ্বংস করতে পারি একটি কবিতা দিয়ে
একটি অসভ্য, বরব, নির্লজ্জ সমাজের মূল।
আমি কোনো দ্বিধা না করেই ফেলে দিতে পারি
ঐ নির্লজ্জ উঁচু তলার কক্ষপথ,
তান্ত্রিকের মত জ্বালাতে পারি অগ্নি কুন্ডে,
এ বর্বরোচিত কুলাঙ্গার সমাজ তন্ত্ররথ।
আমার একটুও হাত কাঁপবে না
হবে না বিবেক তন্ত্রের কাছে দিতে কৈপিয়ত,
আমি নিজেই খুঁজে নিতে পারি আমার সারথির রথ।
আমি একটি কবিতা দিয়েই ধ্বংস করে দিব
এ অহংকারী পৃথিবীর সব।