আকস্মিক
হাসান মাহমুদ
বহুবার হারাবো বলেও হারানো হয়নি
বহুবার ইতি টেনেও ইতি আর হয়নি,
হারানোর ইচ্ছেটা প্রবল আঘাত হানে
এই সেই দিনও হারিয়ে গিয়েও হারাইনি।
আবার ভৌতিক টানে ফিরে এসেছি
এ ভৌতিকরাশি এক মায়ারথ ক্লেশ পথ,
জীবনের ইতিবৃত্তে এসেও আবারও বাঁচি
কিযেনো মায়ারথ দেবতার সাধ।
তবে যাবো ;যাবো হাসি মুখে না বলে
কোনো অভিযোগ, অভিমান না রেখে;
সকল নির্লজ্জ ব্যথা ভুলে নির্বোধ হয়ে
সবারে সবার মতো রেখে যাবো স্মৃতিপট লেখে।
যেতে চাই যাবো,মানা নেই কারো
নেই এমন যেতে দিবে বাধা ক্রোধে
সাধিয়া বলিবে অনাদরে কহিবে
যাসনে! আছি আমি কিবা আমরা তোর সাধে।