এখনো আসেনি সময়
হাসান মাহমুদ
ফাগুন তো কৃষ্ণচূড়ার গায়ে
আমার গায়ে এখনো শীত
পরাণে পরাণ মিশিয়া সখি
গাই সুখেরই বিরল গীত।
এখনো দিবা নিশি দেখি
অন্তর চক্ষু মেলিয়া সখি
আমাতে মিশিয়া মিশেছে একাকার
সকল সৌন্দর্য তোমাতে রাখি।
ফাগুন না ফুরাতেই ডাকিল আষাঢ়
গ্রীষ্ম পুরিয়া জৈষ্ঠ্যের ভার
এখনো আসেনি সময় মোর
তোমাতে রাখিব বান্ধি মোর।
গোলাপ গোলাপি ছেড়ে লাল
নিশি আলো ছেড়ে কালো
শশি রাগে মুখ ভার
আঁখি তার ছল-ছলো।।
এখনো আসেনি সময় মোর
তোমাকে বলিবো থাকো সখি
বান্ধি দুজন দুজনা ঘর
বিশ্বাসে, ভালোবাসা রাখি।
হাতে হাত রেখে বলিব
থাকো না দুদণ্ড এই মোর
দুদণ্ড শান্তি এনে দাও
আমারই বক্ষে বন্দনা ঘোর।
হেমন্ত সুখ ছেড়ে দিয়েছে
পরবর্তী ঋতু রাজের লাগি
তোমারি লাগি আমিও ছেড়েছি
আমি যে তোমারি প্রেম বিবাগী।।
এখনো আসেনি সময় মোর
পূর্ণতা দিবো ভালোবাসা
অপূর্ণ থেকে গেলো সব
কিছু পাওয়ার নতুন আশা।।।