আক্ষেপ
হাসান মাহমুদ
হে দুঃখ
তুই কি কখনো ভুলতে পারবি না?
না থেকে যাবি আমরণ অনন্তকাল?
জানি জানি আমি সবি
তুই কারো হবি না শুধু আমারই হবি।
হে দুঃখ
আমার থাক মানা নাই
পেট ভরে খা, নরম পাটিতে শো মানা নাই।
অন্নহীনার কুটিরে যাস না
বস্ত্র ছাড়ার গায়েতে পড়িস না
তপ্ত অগ্নি পিন্ড হয়ে ক্ষুধার আগুন জ্বালাস না।
হে দুঃখ
তুই থাক আমারই গাঁয়ে
বাঁধ অট্টালিকা উঁচু উঁচু
নকশায় চোখ জুড়া আমার
মানা নাই, তাতে কষ্ট নাই।
হে দুঃখ
মানুষ রূপি বানরের গলের মালা হ
যারা অর্থের বিছানায় শোয়
আধিপত্যের গ্লাসে চা গায়
তোকে তুচ্ছতাচ্ছিল্য করে দূরে রাখে
তুই তাদের হ মানা নাই।
হে দুঃখ
তুই হইস না বস্ত্রহীন উলঙ্গ ছকিনার
হইস না পাগল মাতাল রহিমের
তুই হইস না আবুল আর কার্তিকের।
হে দুঃখ
ওরা তোকে আশ্রয় দিতে পারবে না
ওদের তোকে রাখার সমার্থ নাই
ওরা তোর ভার বহনে দ্বিধা দ্বন্দ্বে পরবে।
হে দুঃখ
তুই হইস না ওদের!
তুই হইস না তোকে বারণ করছি
তোর কাছে আমি অমসৃণ আক্ষেপ করছি।