আঁখি রূপ
হাসান মাহমুদ
দেখিনি কভু সখি আমি
তোমার মত কেহ
আমারই চোখ জুড়ায় সখি
তোমারি রূপ দেহ।
যখনি তাকাই আমি তমো
দেখি তোমারি আঁখি
আঁখি যেনো জুড়ায় মোর
আমারি বক্ষ রাখি।
তোমার দিঘল আঁখি ভরে
মায়ারই রঙিন বাণ
তোমার আঁখি চশমার ফ্রেমে
আমার বন্ধু টান।
কি দিবো আর তোমার বর্ণনা
শেষ হবে না দিলে
তোমার আঁখি রূপ দেখিয়া
তোমায় ধরছে দিলে।
আঁখির রূপই এতো উপমা
সর্ব অঙ্গ রহিল পরি
কেশের কথা কি বলিব আর
কোকিল পক্ষি ধরি।
এক উপমায় এতো সুন্দর
বেশ লেগেছে তোমায়
তোমার বানী অতি মধুর
ভালো লাগায় আমায়।।