আকাশ কুটুম
হাসান মাহমুদ

আমার সুখ,আমার দুখ
বলি যার সনে
কষ্টের পেলেই মনের মাঝে
যাই গো তার বনে।
বলি মন উজাড় করে
মনের যত কথা,
দুখের সনে,সুখের সনে
বুনি নকশীকাঁথা।
দুজনেরই একই সুর
নীল পাতায় লিখা,
আমার সনে তার সনে
মনে মনে সখা।
সে যে আমার আকাশ কুটুম
নীল সাগরের ঢেউ,
তাহার সাথে মনের মিলন
জানত নারে কেউ।