এক মুঠো ভাত
হাসান মাহমুদ
এক মুঠো ভাতের জন্য
অলি গলি আজ ঘুরি
ভাত দে ভাত দে
চিৎকারে ভাই মরি।
স্বাধীনতা নামক পরাধীনতায়
হচ্ছি দিশে-হারা
স্বাধীন রাষ্ট্রের নাগরিক হয়ে
থাকছি আজকে ভারা।
আমার মত কত জনে আজ
ক্ষুধার রাজ্যে ঘা
ভাত না পেয়ে খাচ্ছে আজ
নোংরা রুটি চা।
আর কত ভাই চলবে তবে
এমন করুন ইতিহাস
আর কত ভাই মরবো তবে
আর্তনাতের দীর্ঘশ্বাস।