অযু
হাসান মাহমুদ

বিসমিল্লাহ বলে শুরু করি ভাই
হাতে কব্জি তিনবার ধুই।
ডান থেকে প্রথমা করি
বাম থেকে শেষ ধরি।
ডান হাতে পানি নিয়ে
তিনবার কুলি করি মুখে দিয়ে।
নাকটাকে সাফ করি
শুকনো অংশে পানি ভরি।
মুখমন্ডলে পানি দিয়ে সবে
সাফ করি সকল ময়লা তবে।
দুই হাত কনুইসহ ধুই তিনবারে
আগে ডান পরে বাম হাতে ধরে।
মাথা মাসেহ করি একবার
চার অংশের একধার।
প্রথমে ধুই ডান পা গোড়ালি
পরে ধুই বাম পা গোড়ালি।
শেষ করি আদায় করে শুকরিয়া
সব মহিমা ঐ পবিত্র সৃষ্টিকর্তা।